November 26, 2020

সপ্তমীতে ভারি বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুরে

সপ্তমীতে ভারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আবাহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল দুর্গা পুজোর দিন গুলিতে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এইবার সেই সম্ভাবনাই সত্যি হচ্ছে।

সকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী অঞ্চল সহ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।

উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলেই এই বৃষ্টি।

যার ফলে আজ কলকাতা সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যার সঙ্গে ঘন্টায় সর্বনিম্ন ৩০ ও সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা সহ রাজ্যের বেশকয়েকটি জেলায়।

কলকাতা ছাড়াও রাজ্যের বাকি জেলা গুলি হল হাওড়া, হুগলী, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

PAYTM

GOOGLE PAY