November 26, 2020

প্রান নেই প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয়

পুজো হচ্ছে ঠিকই।

মানা হচ্ছে সমস্ত নিয়ম।

সাথে রয়েছে ঢাকের বাদ্যিও।

কিন্তু তবুও কোথাও যেন একটা ফাঁকা থেকে যাচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয়।

বোঝা যাচ্ছে যে তিনি নেই।

বীরভূম কীর্ণাহারের পাশে মিরাটি গ্রামে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি।

রাষ্ট্রপতি হোক বা বিদেশমন্ত্রী প্রতি বছর পুজোর সময় গ্রামের বাড়িতে ফিরতেন তিনি।

পুজোর সময় তার চণ্ডীপাঠে মুখর হয়ে উঠত গোটা গ্রাম।

পুজোর প্রধান পুরোহিত জানিয়েছেন বছরের পর বছর তিনি নিজেই করতেন চণ্ডীপাঠ।

নবপত্রিকা স্নান থেকে শুরু করে বিভিন্ন নিয়ম-কানুন নিজের হাতেই পালন করতেন তিনি।

তিনি নেই তাই পুরোহিত চন্ডীপাঠ করবেন।

অশৌচ চলছে তাই পুজোর কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারবেন না প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

অভিজিত বাবু জানিয়েছেন করোনা পরিস্থিতিতে লোকজন কম হলেও কোনো নিয়ম বাদ যাচ্ছেনা।

প্রণববাবু না থাকলেও প্রত্যেক বছর পুজোর যেমন বন্দোবস্ত হয় এবছরেও তাই হচ্ছে।

PAYTM

GOOGLE PAY