November 23, 2020

সংকটজনক অবস্থা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অত্যন্ত সংকটজনক অবস্থা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

রবিবার তাঁর জন্য নিয়োগ চিকিৎসকরা এমনটাই ঘোষণা করলেন।

চিকিৎসকরা জানান, গত ২৪ ঘন্টায় অনেকটাই পরে গিয়েছে কিংবদন্তী অভিনেতার প্লেটলেটের সংখ্যা।

এছাড়াও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকৎসায় সাড়া দিচ্ছেন না তিনি।

ইতিমধ্যেই ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে, বর্ষীয়ান অভিনেতার কোভিড এনসেফেলোপ্যাথিও বেড়েছে।

এছাড়াও তাঁর রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা সঠিক নয়।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

বর্তমানে তাঁর বয়স ৮৫ বছর।

ফলে তাঁর বয়স নিয়েও চিন্তিত রয়েছেন ডাক্তাররা।

মাঝে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

কিন্তু তিনি ধীরে ধীরে সুস্থ হয়েও উঠছিলেন।

গত সপ্তাহে তাঁর করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে।

তবে তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে চিন্তিত ডাক্তাররা।

PAYTM

GOOGLE PAY