November 23, 2020

সমালোচনার মুখে রাজ্যপাল

সিপিএমের প্রবল সমালোচনার মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

অষ্টমীর সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পুজোর শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি।

মূল উদ্দেশ্য ছিল শারদ শুভেচ্ছা জানানো।

কিন্তু সেখানে গিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়েও কিছু কথাবার্তা আলোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর বাড়িতে অসুস্থ বুদ্ধবাবু শুয়েছিলেন সেই অবস্থায় তার সঙ্গে ছবি তোলেন জগদীপ ধনখড়।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ্যপাল।

যা নিয়ে প্রবল ক্ষুব্ধ সিপিএম।

প্রসঙ্গত, রাজ্যপাল জানিয়েছেন আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

PAYTM

GOOGLE PAY