November 30, 2020

ফের খনিতে বলি শ্রমিক

অন্ডালের পরাসকোল ইস্ট কোলিয়ারিতে খনির নিচে চাঙর চাপা পড়ে মারা গেলেন এক শ্রমিক।

গুরুতর আহত হয়েছেন আরও ৩।

সূত্রের খবর, কয়লা খনিতে কর্মরত অবস্থায় আচমকায় কর্মীদের ওপর ভেঙে পরে চাঙর।

ঘটনা স্থলেই মৃত্যু হয় গোপাল গোপ নামের এক শ্রমিকের।

এছাড়াও আহত হয় আরও ৩ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খনি চত্বরে।

অভিযোগ কয়লা কেটে নেওয়ার পর সেই ফাঁকা জায়গা ভরাট করা হয়নি বলেই এই ধস।

এছাড়াও অভিযোগ খনি কর্তৃপক্ষকে বারংবার নিরাপত্তার বিষয়ে জানানো হলেও কর্তৃপক্ষ কোনও রকম কর্ণপাত করেনি।

পুরো ঘটানার জন্য কর্মীরা ইসিএল কর্তৃপক্ষকেই দায়ি করছেন।

ফলে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে খনি চত্তরে।

PAYTM

GOOGLE PAY