November 30, 2020

সল্টলেকের পূজামণ্ডপে ভায়াবহ অগ্নিকাণ্ড

করোনা আবহের মধ্যে এই বছর দুর্গাপুজো হলো।

আর তারপরই আগুনে ভস্মীভূত হয়ে গেল সল্টলেকের এফডি ব্লকের পূজা মন্ডপ।

বুধবার ভোরে অগ্নিকান্ডের সৃষ্টি হয়।

নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল সব।

আগুন নেভানোর জন্য ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন।

যুদ্ধকালীন প্রস্তুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ভস্মীভূত হয়ে যায় গোটা পূজা মন্ডপ।

ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ হিসেবে আপাতত শর্ট-সার্কিটকেই অনুমান করা হচ্ছে।

PAYTM

GOOGLE PAY