December 3, 2020

কাল ধনতেরাস,আজ দামে নিম্নমুখী সোনা ও রুপা

রাত পোহালেই ধনতেরাস।

তবুও আজ দাম কমলো সোনা ও রুপার।

যা মধ্যবিত্তের জন্য সুখবর।

গত কয়েকদিন ধরে সোনা রুপার দাম কখনও নিম্নমুখী, আবার কখনও ঊর্ধ্বমুখী।

বুধবারে দাম কিছুটা বাড়লেও বৃহস্পতিবার আবার তা কমের দিকে।

কলকাতার বাজারে বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম কমলো প্রায় ১০০ টাকা।

এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৫৪০ টাকা।

১০ গ্রাম ২২ ক্যারেট গিনি সোনার দাম ৪৮,৯০০ টাকা।

১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৬৩০ টাকা।

প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,১৮০ টাকা।

বাঙালিরা ধনতেরাসে একটু হলেও সোনা কেনার চেষ্টা করে।

গৃহস্থের কল্যাণের জন্য এই নিয়ম মেনে চলে বাঙালি।

সোনার দাম কিছুটা কমে যাওয়ায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।

PAYTM

GOOGLE PAY