November 26, 2020

ঐক্যবদ্ধ বাংলা,একই মাঠে কালীপুজো ও পীরের নামাজ

এ এক সম্প্রীতির নজির গড়ল বাংলা।

একই মাঠে হয় কালীপুজো ও পীরের নামাজ।

শুধুমাত্র হিন্দুরা নয় দীপাবলীর আনন্দে মেতে ওঠেন মুসলিমরাও।

দুই সম্প্রদায়ের মানুষ একসাথে একই মাঠে কালী পূজার পাশাপাশি পীরের আরাধনা করে।

দক্ষিণ দিনাজপুরের মনোহলি গ্রামে এই ঘটনা বছরের পর বছর চলে আসছে।

বহু বছর ধরে কালীপুজোর দিন সব সম্প্রদায়ের মানুষ একসাথে উৎসবে মেতে ওঠে।

কালীপুজোয় অমাবস্যার দিন মুসলমানরা নামাজ পড়ে।

আর তার পাশেই চলতে থাকে হিন্দুদের কালীপুজো।

পঞ্চায়েত সদস্য মাখন বর্মন জানান তিনি এই গ্রামের পুরানো বাসিন্দা।

তাদের পূর্বপুরুষরা ও একসাথে পীরের মাজার ও মা কালীর পুজো দেখে এসেছেন।

এক স্থানীয় বাসিন্দা জানান শুধু কালীপুজো নয় অন্যান্য সময়েও হিন্দু মুসলিম একে অপরের পাশে থাকে।

PAYTM

GOOGLE PAY