December 3, 2020

স্বাস্থ্যবিধি মেনে ভাইফোঁটা,উপহার অনলাইনে

দুর্গাপুজো, লক্ষ্মীপূজো, কালীপুজো এবং আরও অন্যান্য উৎসবের মতোই ভাইফোঁটাও পালন হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে।

কোথাও কোনো দাদা কোয়ারেন্টাইনে আবার কোনো বোন আইসোলেশনে।

তাই করোনা পরিস্থিতির জন্য এইবছর ভাইফোঁটায় ভাই ও বোনেদের মাঝে এক অদৃশ্য পাঁচিলের সৃষ্টি হয়েছে।

তবুও বাঙ্গালীদের উৎসব থেমে থাকবে না।

ভাইদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে মাস্ক, পিপিই পড়ে করোনা আক্রান্ত ভাইদের ফোঁটা দিতে যাবে বোন।

সেই একই রকম ভাবে করোনা আক্রান্ত বোনেদের কাছে সমস্ত রকম সতর্কতা মেনে ফোঁটা নিতে যাবে ভাই।

উপহার দেওয়া নেওয়া হবে অনলাইনে।

জানা গিয়েছে অনেক জায়গায় ভার্চুয়ালি ফোঁটার আয়োজন করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে যাতায়াতের সমস্যা হওয়ায় এই বছর ভার্চুয়ালি ফোঁটা এবং অনলাইন উপহারই ভরসা।

PAYTM

GOOGLE PAY