November 26, 2020

কলকাতায় আত্মঘাতি কলেজ ছাত্র

সোমবার বিকেলে গরিফার একটি পিজি থেকে উদ্ধার হল এক কলেজ ছাত্রর দেহ।

আত্মঘাতি ছাত্রর নাম উৎকর্ষ রাজ (২৩)।

সে আনন্দপুরে একটি বেসরকারি কলেজ থেকে কম্পিউটার সাইন্স নিয়ে পরছিলো।

তাঁর নিজের বাড়ি বিহারের মুজাফ্ফরপুরে।

গরিফার পিজিতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

পুলিশ ঘটনার তদন্ত করছে।

এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চাকরি জনিত বিষণ্ণতার কারণেই সে আত্যহত্মা করে।

PAYTM

GOOGLE PAY