December 3, 2020

দীপাবলির পরই দামে ঊর্ধ্বমুখী সোনা

দীপাবলির আগে সোনা ও রুপোর দাম কমলেও দীপাবলির পর অনেকটাই  ঊর্ধ্বমুখী।

মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম ০.০৫ শতাংশ বেড়ে হয়েছে ৫০,৮৫৬ টাকা।

রুপোর দাম একই রকম রয়েছে।

সোমবার সোনার দাম কমেছিল ০.২ শতাংশ।

১০ গ্রাম সোনার দাম ১,২০০ টাকা কমেছিল।

প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,৭০০ টাকা।

PAYTM

GOOGLE PAY