December 3, 2020

নক্ষত্রপতন, চলে গেলেন কবি আলোকরঞ্জন দাশগপ্ত

২০২০ যেন শুধুই নিচ্ছে। ফের নক্ষত্রপতন, বাংলা সাহিত্য জগতকে চিরতরে ছেড়ে চলে গেলেন কবি আলোকরঞ্জন দাশগুপ্ত।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টা নাগাদ জার্মানিতে তাঁর মৃত্যু হয়।

১৯৩৩ সালে জন্মগ্রহন করেন তিনি।

সাহিত্যের প্রতি তাঁর টান ছিলো ছোটো বেলা থেকেই।

তাঁর হাতের লেখনীতেই আবেগ জাগত বাঙ্গালির মনে।

একের পর এক অসাধারণ লেখনীর পরিচয় দিয়েছেন তিনি।

শরণার্থীর ঋতু ও শিল্প ভাবনা, ভ্রমণে নয় ভবনে, ছায়া পথেরা সান্দ্র সমলাপিকা প্রভৃতি বিখ্যাত কিছু গ্রন্থ আজও সাহিত্য প্রেমীদের মনে দাগ কেটে যায়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।

মৃত্যুর সংবাদ জানান তাঁর স্ত্রী এলিজাবেথ।

PAYTM

GOOGLE PAY