December 3, 2020

ভয়াবহ বিস্ফোরণ মালদায়

মালদায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং আহত হয়েছে অনেকেই।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে।

কারখানায় বিস্ফোরণের আওয়াজে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে হতাহতের মধ্যে রয়েছে কারখানার একাধিক শ্রমিক।

খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে ফরেন্সিক দল।

স্থানীয় বাসিন্দাদের অনুমান কারখানার মধ্যে কোনো যন্ত্র বিকল হওয়ার ফলে বিস্ফোরণ ঘটে।

মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ওই কারখানায় পেতল, প্লাস্টিক লোহাকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য প্রক্রিয়াকরণের কাজ হতো।

আহত শ্রমিকদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুরো বিষয়ের উপর নজর রাখা হচ্ছে।

ঘটনার পর নবান্নে বৈঠকে বসেন প্রশাসনিক কর্মকর্তারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মালদার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হয়েছেন।

PAYTM

GOOGLE PAY