December 3, 2020

একদিনে ২ বার কাঁপলো মণিপুর

একদিনে ২ বার কাঁপলো মনিপুর।

শনিবার সকাল ৬ টা ৫৪ নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয় মণিপুরের সেনাপতি এলাকায়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৮ ম্যাগনিটিউড।

ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভিরে।

একই দিনে ফের আবার দ্বিতীয়বার কাঁপলো মণিপুর।

শনিবার সকাল ১০ টা ১৯ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুরের উকরুল এলাকায়।

জাতীয় ভূমিকম্প কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০ ম্যাগনিটিউড।

২ বারেই কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

PAYTM

GOOGLE PAY