November 30, 2020

ব্যালকনির বাগান

 

 

কলমে-জাহ্ণবী  ভট্টাচার্য। 

 

আমার ছোট্ট ব্যালকনির বাগানে জবা আর বেল ফুলের আদর বেশি।

গত দিনে জবা গাছের ওপর আমার অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছিলাম।আজ বেল ফুলের সৌন্দর্য রক্ষা ও যত্ন নিয়ে লিখছি।

বেল ফুল সাধারণত তিন ধরনের হতে পারে।

ছোট জাতের সিঙ্গেল বেল।

মাঝারি ধরনের।

আর বড় ডবল বেল।

 

টবে বেল ফুলের চাষ–বেলে মাটি ও দোঁয়াস -এই দুই ধরনের মাটি বেল ফুলের জন্য উপযুক্ত।

মাটিতে জৈব ধরনের সার দিলে ফুলের ফলন টি হয়।

তবে টবে জল দেওয়া র সময় দেখতে হবে , যেন জল নিকাশী ব্যবস্থা থাকে।

শীতকালে গাছের ডাল ছেঁটে দেওয়া উচিত।

রোদ লাগানো ভাল তবে অতিরিক্ত রুক্ষতা যেন না থাকে।

খুব সহজ পদ্ধতিতে যত্ন আর ভালোবাসা দিয়ে আপনার ব্যালকনিকেও বেল ফুলের সৌন্দর্যে এবং সুগন্ধে অভিনব করে তুলতে পারবেন।

ভালো থাকবেন আর ভালো রাখবেন সকলকে।

ভালো বাসা দিয়ে সৃষ্টি করে তুলুন এক সুন্দর ব্যালকনির বাগান

PAYTM

GOOGLE PAY