January 23, 2021

ভক্তদের বাইক রাইডিং করতে আহ্বান শাহিদের

বর্তমান বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা

শাহিদ কাপুর অসাধারণ বাইক রাইডিং ছবিতে মন জয় করলেন তাঁর ভক্তদের।

তিনি সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাইকে বসে রয়েছেন।

পরনে লেদার জ্যাকেট সহ ম্যাচিং বুট।

তিনি ক্যাপশণে লিখেছেন “কেউ বাইক রাইডিং করতে চাও’’।

ছবি শেয়ারের পর থেকেই ভক্তদের মধ্যে সারা ফেলেছে ছবিটি।

উল্লেখ্য, শাহিদ কাপুর এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী সিনেমা ‘জার্সি’র জন্য।