
বর্তমান বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা
শাহিদ কাপুর অসাধারণ বাইক রাইডিং ছবিতে মন জয় করলেন তাঁর ভক্তদের।
তিনি সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।
যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর বাইকে বসে রয়েছেন।
পরনে লেদার জ্যাকেট সহ ম্যাচিং বুট।
তিনি ক্যাপশণে লিখেছেন “কেউ বাইক রাইডিং করতে চাও’’।
ছবি শেয়ারের পর থেকেই ভক্তদের মধ্যে সারা ফেলেছে ছবিটি।
উল্লেখ্য, শাহিদ কাপুর এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী সিনেমা ‘জার্সি’র জন্য।
More Stories
এইবার সুশান্তের নামে নামাঙ্কিত রাস্তা
মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর