
বাজারে ক্রমেই বাড়ছে আলুর দাম।
ফলে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে আলুর দাম।
বর্তমানে বিভিন্ন বাজারে আলু বিকচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা কিলো দরে।
এইবার বাজারে আলুর এই বিশাল দাম নিয়ন্ত্রণে আনতে নয়া পদক্ষেপ গ্রহন করতে চলেছে কৃষি বিপণন দফতর।
বৃহস্পতিবার থেকেই বাজারে মিলতে পারে ২৫ টাকা কিলোদরে সরকারি আলু।
এই বিষয়ে রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাক্স ফোর্সের সঙ্গে বৈঠকও করেছেন কৃষি বিপণন দফতরের অধিকারিকরা।
দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষভাবে বাজারে খুচরো ব্যবসায়িদের ২২ টাকা প্রতি কিলোয় জ্যোতি আলু বিক্রি করবে কৃষি বিপণন দফতর।
সেই আলু খুচরো বিক্রেতারা ২৫ টাকা প্রতি কিলোয় বাজারে বিক্রি করবে।
তবে শর্ত সাপেক্ষভাবে নির্দিষ্ট বিক্রেতা অন্য কোথাও থেকে আলু কিনে বেশি দামে বিক্রি করতে পারবেনা।
শর্ত না মানলে যোগ্য শাস্তির ব্যবস্থাও করা হয়েছে।
More Stories
পশ্চিমবঙ্গের করোনা আপডেট
সমস্ত উদ্বাস্তু কলোনিতে দলিল মুখ্যমন্ত্রীর
একসপ্তাহর মধ্যে শিক্ষার্থীরা পাবে টাকা