January 23, 2021

নয়া সিনেমার ট্রেলার লঞ্চ করলেন ভূমি

বুধবার ইনস্টাগ্রামে নয়া সিনেমার ট্রেলার লঞ্চ করলেন ভূমি পেডনাকর।

মূলত হরর জোনের অন্তর্গত এই সিনেমার নাম ‘দুর্গামোতি, দ্যা মিথ’।

আগামি ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

তবে সিনেমা হলের রূপোলি পর্দায় নয় একটি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলছে সিনেমাটি।

ইনস্টাগ্রামে ট্রেলার লঞ্চের সঙ্গে ভূমি লিখেছেন, “আমি দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছিলাম এই সিনেমাটি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য”।

সিনেমাটিতে ভূমি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন আরশাদ ওয়ার্সি ও যীশু সেনগুপ্ত।

তাদের সঙ্গে কাজ করতে পেরে উৎসাহ প্রকাশ করেছেন ভূমি।