January 23, 2021

এখনই খুলছেনা কলেজ ও বিশ্ববিদ্যালয়

ইতিপূর্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ডিসেম্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দিয়েছিলেন।

তবে তা ফের স্থগিত রাখার ঘোষণা করলেন তিনি।

ডিসেম্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহন করেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে।

সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিসেম্বরেও রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবেনা।

আপাতত অনলাইনেই চলবে সমস্ত ক্লাস ও পরীক্ষা।

তবে নয়া বর্ষের ভর্তির প্রক্রিয়ায় যে সমস্ত আসন গুলি এখনও সংরক্ষিত হয়নি সেগুলুর জন্য ফের নতুন করে ভর্তির প্রকৃয়া শুরু হবে।

রবিবারের এই বৈঠকে জানানো হয়েছে নয়া বছরের জানুয়ারি মাসে রাজ্যে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৈঠক করা হবে।

তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যে ফের কবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে সেই বিষয়ে।