January 21, 2021

বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অঙ্কুশ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেতা অঙ্কুশ হাজরা।

গতকাল ট্যুইটের এমনটাই ঘোষণা করলেন অভিনেতা স্বয়ং।

সম্প্রতি টলিউডের আর এক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তাকে শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে দিয়েই নিজের বিয়ের কথা জানিয়ে দিলেন অঙ্কুশ।

তবে কবে, কখন আর কোথায় এই ৩ টে প্রশ্নের জায়াগা এখনও পর্যন্ত শূন্যস্থানই রেখেছেন অঙ্কুশ।

অঙ্কুশের এই ট্যুইটে “ব্রেকিং নিউজ” বলে রিপ্লাই দিয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

প্রসঙ্গত, ঐন্দ্রিলা ও অঙ্কুশের সম্পর্কের গভিরতা সকেলেই জানেন।

এইবার অঙ্কুশের এই ঘোষণায় আপ্লুত হয়েছেন তাঁর ভক্তরা।