
ধর্ম যা ধারণ করা যায়, জীবনের পথে কাজে লাগে –এই আলোকে আজ একটি বিশেষ দিন; পূর্ণিমার তিথিতে শিখ গুরু -নানকের জন্মজয়ন্তী। পাঞ্জাব প্রদেশের এই মানুষটি আজ পৃথিবীর সর্বত্র সমান ভাবে পূজিত।
গুরু নানক প্রথম প্রচলন করেছিলেন লঙ্গর-যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে এক সাথে বসে পংক্তি ভোজন করত।
সেবা হল সবথেকে বড় ধর্ম–তাই প্রতিটি শিখ-ধর্মাবলম্বী আজও এই করোনার মত ভয়াবহ পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে লঙ্গরখানা থেকে খাবার সরবরাহ করে চলেছেন।
আজ দেশ-বিদেশের সব গুরুদ্বারে- গুরুনানকের জন্মজয়ন্তী পালিত হচ্ছে।
আর এই পরিস্থিতি তে তারা স্বাস্থ্যবিধি নিয়ম পালন করে চলেছে।
শিখ ধর্মগুরু র বাণী অমৃত হয়ে উঠুক সর্বত্র।
More Stories
চিত্রা ঘোষ -নেতাজীর বংশের উত্তরসূরির প্রয়ান
মা সারদার ১৬৮ তম পূর্ণ তিথিতে শ্রদ্ধার্ঘ
সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপণ