January 23, 2021

নব নির্বাচিত ব্লক সভাপতিকে নিয়ে ক্ষোভ নন্দকুমারের তৃণমূল বিধায়কের

 

সম্প্রতি নন্দকুমার ব্লকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সুকুমার বেরা।

কিন্তু তার সভাপতি পদে অলঙ্করণ যে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দের একেবারেই পছন্দ নয় তা আরও একবার স্পষ্ট করে দিলেন খোদ বিধায়ক সুকুমার দে।

শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে ডামাডোলের মধ্যেই, শিশির অধিকারীর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক।

৪ঠা নভেম্বর নন্দকুমার ব্লকে সভাপতি হিসাবে নির্বাচন করা হয় সুকুমার বেরাকে।

তারপর থেকেই বারংবার নিজ ক্ষোভ প্রকাশ করে এসেছেন প্রাক্তন ব্লক সভাপতি তথা নন্দকুমারের বর্তমান বিধায়ক সুকুমার দে।

এক সাংবাদিক বৈঠকে তিনি আজ সংবাদমাধ্যম কে জানান, প্রয়োজনে দল ত্যাগ করে বসে যাবেন কিন্তু সুকুমার বেরা সভাপতি থাকলে তিনি তৃণমূল দল থেকে পদত্যাগ করবেন।

তবে তিনি জানান, রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যের উচ্চ নেতৃত্বদের সঙ্গে তার কথা হয়েছে এই বিষয়ে।

তিনি জানান, তারা কথা দিয়েছে যত দ্রুত সম্ভব ব্লক সভাপতির পদ থেকে সুকুমার বেরা কে স্থানান্তরিত করা হবে।

তিনি আরও জানান, ২০১২ সালে হলদিয়াতে অন্য দল থেকে এই দলে যোগদান করেন সুকুমার বেরা।

তারপর ২০১৩ সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হন তিনি।

মানুষের সাথে কিংবা দলের সাথে তার ভালো ব্যাবহার ছিলো না বলেও দাবি করেছেন সুকুমার দে।

তিনি বলেন, “নন্দকুমারের সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা ওনাকে মেনে নিতে পারেননি। তাই উচ্চ নেতৃত্বদের জানিয়েছিলাম। নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই ওনাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি নিয়োগ করা হবে”।