January 23, 2021

ভয়াবহ পথ দুর্ঘটনা কালনায়

বেপরোয়া গতির বলি কালনায়।

কালনার কৃষ্ণদেবপুরে এসটিকেকে রোডের ওপর দুর্ঘটনাটি ঘটেছে।

ঠিক সন্ধ্যার পরপর ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানিয়দের মধ্যে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।

মৃতের নাম জানা যায়নি।

স্থানিয়দের কথায় তারা হঠাৎই রাস্তায় ওই সাইকেল আরোহিকে পরে থাকতে দেখে।

দুর্ঘটনায় মৃত ব্যক্তির মাথা থেতলে গিয়েছে।

প্রথামকি ভাবে মনে করা হচ্ছে পেছন থেকে বাস বা লড়ির আঘাতেই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ পরবর্তী তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, এমনিতেই বেহাল দশা এসটিকেকে রোডের।

মহাসরক হাওয়া স্বত্তেও দীর্ঘ দিন ধরে একই ভাবে বেহাল অবস্থায় পরে রয়েছে এই রাস্তাটি।

ফলে প্রত্যেকদিনই কার্যত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় লক্ষ লক্ষ মানুষকে।

মাঝে মাঝে কয়েক জায়গায় একটু আধতু ঠিক করা হলেও কিছুদিন বাদেই আবার একই দশায় ফিরে আসে রাস্তাটি।