January 23, 2021

মধ্যবিত্তের হেঁসেলে আগুন, বাড়লো গ্যাসের দাম

ফের বাড়লো গ্যাসের দাম।

তেল কোম্পানিগুলোর তরফে জানানো হয়েছিল ডিসেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে।

কিন্তু মঙ্গলবার মাঝরাতেই বেড়ে গেল গ্যাসের দাম।

সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৫০ টাকা।

আগে প্রতি সিলিন্ডারে দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা।

সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৭০ টাকা ৫০ পয়সা।

এরমধ্যে গ্রাহকরা সিলিন্ডার পিছু কত টাকা ভর্তুকি পাবে সে বিষয়ে এখনও অজানা।

রাতারাতি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকটাই চিন্তিত মধ্যবিত্ত বাঙালিরা।

শুধু গ্যাস নয়,শাক সবজি এবং আরও অন্যান্য জিনিসের মূল্য বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়েছে বাঙ্গালীদের।