January 23, 2021

নতুন ছবিতে প্রভাস,এবার তিনি ‘সালার’

ফের দর্শকদের সারপ্রাইজ দিলেন প্রভাস।

বুধবার দুপুরে ভক্তদের আরও একবার চমকে দিলেন তিনি।

নিজের নতুন ছবির কথা শেয়ার করলেন।

আসন্ন ছবির নাম ‘সালার’।

পোস্টারও প্রকাশ্যে এসেছে।

‘কেজিএফ’ এর প্রযোজক বিজয় কিরাগানদুরের প্রযোজনাতেই তৈরি হবে এই ছবি।

ছবিটি মূলত অ্যাকশন ছবি।

২০২১ জানুয়ারিতে শুরু হয়ে যাবে শুটিং।

জানা গিয়েছে একেবারে কঠিন চরিত্রে দেখা যাবে প্রভাসকে।

এবং তার চরিত্রের নাম থাকবে সালার।

দেশে-বিদেশে সকল জায়গাতেই জনপ্রিয় প্রভাস।

ইতিমধ্যেই তার ভক্ত অসংখ্য।