
আজ ৩ ডিসেম্বর বীর বিপ্লবি নেতা ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্ম দিবস।
সেই উপলক্ষেই বৃহস্পতিবার তমলুক পৌঁছান রাজ্য রাজনীতির শিরোনামে বিরাজমান হট কেক নেতা শুভেন্দু অধিকারি।
তমলুকের হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মিছিল যায় হ্যামিল্টন হাইস্কুলে।
তারপর বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবসে তমলুকে হ্যামিল্টন হাইস্কুলে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারি।
তারপরি তিনি তার বক্তব্য সাধারণ মানুষের সামনে রাখেন।
তিনি মন্তব্য করেন, তিনি ভারতের সন্তান তিনি বাংলার সন্তান। সংবিধানের নিয়ম অনুযায়ি মানুষের হয়ে কাজ করতে চান তিনি।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম আন্দোলনে তিনি মানুষের হয়ে কাজ করেছেন।
মানুষের ভালোবাসাতেই তিনি আজ মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন।
আগামি দিনেও মানুষের হয়েই কাজ করে যাবেন তিনি এইদিন বক্তৃতা থেকে স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারি।
উল্লেখ্য কিছুদিন আগেই তৃণমূল থেকে বিদায় নিয়েছেন তিনি।
মন্ত্রিত্বের থেকেও পদত্যাগ করেছেন।
তবে এখনও পর্যন্ত নয়া কোন দলের সঙ্গে যুক্ত হচ্ছেন শুভেন্দু অধিকারি তা এক বড় প্রশ্ন হয়ে রয়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়।
More Stories
দেশনায়কের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে স্পষ্ট মোদি-মমতা দ্বন্দ
বালির বিধায়ককে দল থেকে বহিষ্কার তৃণমূলের
উত্তপ্ত পটাশপুর বিজেপির বাড়ি ভাঙ্গচুর, লুটপাট, মহিলাদের মারধর