January 23, 2021

খুলছে মাজেরহাট ব্রিজ,বদলাচ্ছে সিগন্যালের সময়

দীর্ঘ আড়াই বছর পর আজ বৃহস্পতিবার থেকে খুলছে নবনির্মিত মাজেরহাট ব্রিজ।

‘জয় হিন্দ সেতু’ বলে নতুন নামে খুলছে ব্রিজটি।

এতদিন এই ব্রিজ বন্ধ থাকার জন্য ডায়মন্ড হারবার রোড ধরে যেসব গাড়িগুলি যেত সেগুলি হাইড রোড, নিউ আলিপুর দুর্গাপুর ব্রিজ বা আলিপুরের বেইলি ব্রিজ দিয়ে ঘুরে যেত।

মাঝেরহাট ব্রিজ চালু হয়ে গেলে ওই রাস্তাগুলোতে গাড়ির চাপ কমতে পারে বলে আশা করা যাচ্ছে।

ঘুর পথে না গিয়ে বেশিরভাগ গাড়ি মাঝের ব্রিজ দিয়ে যেতে চাইবে।

আর তাই ট্রাফিক জ্যামের আশঙ্কা করা যাচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ট্রাফিক সিগন্যালের সময় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর আপাতত এই ব্রিজের উপর দিয়ে গাড়ি ও বাস চলাচল করবে।

দক্ষিণ-পশ্চিম কলকাতার সাথে মূল কলকাতার যোগাযোগের অন্যতম সংযোগকারী ছিল এই ব্রিজ।

তাই এই ব্রীজ ভেঙ্গে পড়ায় পণ্যবাহী গাড়ি চলাচলের অসুবিধা হয়েছিল।

আজ থেকে মালবাহী গাড়ি চালু না হলেও কয়েকদিনের মধ্যেই তা চলাচল করতে শুরু করবে।

মাঝেরহাট ব্রিজে যানজটের কথা ভেবে ট্রাফিক সিগন্যাল নিয়ে আলোচনা করছে পুলিশ।

বিশেষ করে অফিস টাইমে সকালে ও সন্ধ্যায় যানচলাচলের চাপের উপর কড়া নজর রাখবে পুলিশ।

ইতিমধ্যেই সিগন্যালের সময় পরিবর্তনের কাজ চালু হয়ে গেছে।

মাঝেরহাট ব্রিজ চালু হয়ে গেলে ব্রিজ সংলগ্ন রাস্তা গুলিকেও পরিবর্তন করে নতুন কিছু করার কথা ভাবছে পুলিশ।