আজ বুধবার ফের দাম কমলো সোনার।
মঙ্গলবারের থেকে বুধবার ভারতের বাজারে সোনার দাম নিম্নমুখী।
এমসিএক্স সূচকে এদিন সোনার দাম কমেছে ০.০৬ শতাংশ।
ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫০,০৫০ টাকা।
এদিন রুপোর দাম কমেছে ০.০৮ শতাংশ।
ফলে ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৬,৮২০ টাকা।
More Stories
কমলো সোনার দাম
দামে ঊর্ধ্বমুখী সোনা
বাড়লো সোনার দাম