May 8, 2021

নাড্ডার কনভয় হামলা, বদল এসপি

বদল করা হল ডায়মন্ড হারবারের এসপি কে।

নতুন এসপি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

ডায়মন্ড হারবারের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি।

পথে তার কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।

ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ।

গুরুতর জখম হন কৈলাস বিজয়বর্গীয় সহ মুকুল রায় এবং আরও অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

সেই ঘটনার সময় ডায়মন্ড হারবারে এসপি পদে ছিলেন ভোলানাথ পান্ডে।

সেই পরিস্থিতিতে এসপি সহ আরও তিনজন আইপিএস অফিসারকে ডেপুটেশন চায় কেন্দ্রীয় সরকার।

যা নিয়ে সৃষ্টি হয় জল্পনার।

সোমবার নবান্ন তরফ থেকে এসপিকে বদলির নোটিশ দেওয়া হয়।

ডায়মন্ড হারবারের নতুন এসপি পদে আসছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এর আগে তিনি বারাসাত জেলা পুলিশের এসপি ছিলেন।

উল্লেখ্য ভোলানাথ পান্ডে যে পদে ছিলেন তার থেকে কম গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি।