
চলতি মাসের শুরুতেই রাজনৈতিক দল গঠন করার ঘোষণা করেছিলেন তিনি।
তবে এইবার সেই দল গঠনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন নিজেই।
দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত তার রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করেছিলেন।
তিনি জানিয়েছিলেন জানুয়ারি মাসেই তিনি দল গঠন করবেন।
তিনি আশাবাদি ছিলেন, আসন্ন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তিনি জিতবেন।
তবে মঙ্গলবার ট্যুইটারে তাঁর রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত বাতিল করলেন সুপারস্টার রজনীকান্ত।
ট্যুইটারে তিনি ৩ পাতার একটি বিবৃতি জারি করেছেন।
গত শুক্রবারই তিনি শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হন।
রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
তারপরেই অভিনেতার এই সিদ্ধান্তে শুরু হয়েছে তরজা।
শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে রাজনৈতিক দল গঠন থেকে অভিনেতা রজনীকান্ত পিছিয়ে এসেছেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
More Stories
মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী
করোনা আক্রান্ত রাহুল গাঁধী
সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বোমাবাজি