April 20, 2021

সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে অংশগ্রহণ চাননা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে অংশগ্রহণ করছেন কিনা তানিয়ে জল্পনা ক্রমশ ততই বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জনসভার পর সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তবে সৌরভ গাঙ্গুলি রাজনীতির ময়দানে ব্যাট ধরুক তা চাইছেননা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য।

নিজের সোশ্যাল মিডিয়ায় এইকথা  জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য।

বুধবার তিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে দাদার সঙ্গে দেখা করতে হাজির হন।

তিনি জানিয়েছেন সেখানে ক্রিকেট ছাড়াও রাজনীতি নিয়ে কথা হয়েছে দাদার সঙ্গে তাঁর।

সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো। শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো। আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো। তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো। রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত, ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি। কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জন প্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছে। দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে”।

অশোক ভট্টাচার্যের মতে রাজনীতিতে যুক্ত হলে সৌরভ গাঙ্গুলির জনপ্রিয়তা হ্রাস পেতে পারে তাই তিনি চাইছেননা সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে যোগ দিক।

সৌরভ গাঙ্গুলির সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্কের মাধুর্য বহুল পরিচিত।

এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে দাদা রাজনীতির ময়দানে ব্যাট ধরেন নাকি অশোক ভট্টাচার্যের পরামর্শে রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখেন।

যদিও এখনও পর্যন্ত রাজনীতিতে অংশ নেওয়ার বিষয়ে কোনও রকম সিদ্ধান্তের কথা জানাননি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।