
ভারতে কমছে করোনা আক্রান্তের সংখ্যা।
গত কয়েকদিনে ২০ হাজারের নিচে নেমে গিয়েছিল দৈনিক করোনা আক্রন্তের সংখ্যা।
তবে বৃহস্পতিবার সকালে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ফের ২০ হাজের ওপরে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১,৮২১ জন।
বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২,৬৬,৬৭৪ জন।
ভারতে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯৯ জনের।
এইনিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১,৪৮,৭৩৮ জনের।
ভারতে দ্রুত হারে কমছে সর্বমোট করোনা চিকিৎসাধীনের সংখ্যা।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘন্টায় যা আরও কমেছে ৪,৩১৮ জন।
ফলে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ২,৫৭,৬৫৬ জন।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২৬,১৩৯ জন।
ফলে এই মুহূর্তে ভারতে মোট করোনা মুক্ত হয়েছেন ৯৮,৬০,২৮০ জন।
More Stories
ভ্যাকসিন প্রস্তুতকারীদের সঙ্গে বৈঠকে মোদি
গ্রিন করিডোরে অক্সিজেন, তৎপর রেলও
করোনার ধাক্কা শেয়ার বাজারে