
৪ হাজার বার শট গ্রহন করে মহাকাশের অভূতপূর্ব দৃশ্য লেন্সবন্দি করলেন ভোপালের এক মহাকাশ আলোকচিত্রকর।
আলোকচিত্রকরের নাম বেদান্ত প্রতাপ সিং যাদব। সে ওরিওন নীহারিকার এক বিশেষ ছবি সংগ্রহ করেছে নিজ গুনে।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল কোনও দামি ভালো ক্যামেরা নয়, একটি সামান্য ক্যামেরা দিয়ে সে ছবিটি তুলেছে।
সে ডিএসএলআর, নিকোন ডি৩১০০ ক্যামেরা ও ৭০-৩০০ এমএম টেলিফটো লেন্সের সাহায্যে ছবিটি তুলেছে।
এই ছবি প্রসঙ্গে বেদান্ত জানান, ভালো ক্যামেরা না থাকায় সে ৩ রাত জেগে ৪০০০ বার শট গ্রহণ করে এই দৃশ্যটি পেয়েছে।
বেদান্ত আরও জানায় যে তার বাড়ির ছাদ থেকে সে তার সমস্ত শট লেন্সবন্দি করেছে।
More Stories
ভ্যাকসিন প্রস্তুতকারীদের সঙ্গে বৈঠকে মোদি
গ্রিন করিডোরে অক্সিজেন, তৎপর রেলও
করোনার ধাক্কা শেয়ার বাজারে