
নতুন বছরে নতুন অফার দিল জিও।
রিলায়েন্স জিও সংস্থা থেকে বন্ধ করা হল ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ।
অর্থাৎ আগামিকাল, ১ জানুয়ারি থেকে জিওতে দেশের মধ্যে সব কল ফ্রি।
জিও-র তরফ থেকে জানানো হয়েছে দেশের মধ্যে অন্য নেটওয়ার্কে কল করলেও কোনো চার্জ কাটবে না জিও।
আগামি ১ জানুয়ারি ২০২১ থেকেই এই পরিষেবা চালু করবে জিও।
জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ভয়েস কল আগের মতোই বিনামূল্যে করা যাবে।
এই সুবিধা পাবেন জিও-র সকল গ্রাহকরা।
More Stories
স্বল্প মূল্যের ল্যাপটপ আনছে জিও
কেন্দ্রের নয়া নিয়ম ফাঁস করতে পারে সিকিউরিটি
নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসলো ট্রুকলার