
কলকাতা সহ শহরতলীর বাস ভাড়া বৃদ্ধি করে নুন্যতম ১৪ টাকা করার দাবিতে এইবার ফের সরব হল বাস মালিক সংগঠন।
বুধবার বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে এই দাবি করেছে বাস মালিক সংগঠন।
সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
তা নাহলে ১৫ জানুয়ারির পর পথে নেমে আন্দোলনরত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বুধবার বাস মালিকদের ৬ টি সংগঠন এইবিষয়ে বৈঠক করে।
তাদের দাবি জ্বালানি তেল থেকে বাসের বিমা সব কিছুর খরচ বেড়েছে।
তবে সেই তুলনায় যাত্রী সংখ্যা নেই বলে দাবি তাদের।
ফলে লোকসান হচ্ছে বলে জানিয়েছে বাস মালিকরা।
তাই বাস ভাড়া বৃদ্ধি করে নুন্যতম ১৪ টাকা করার আর্জি জানিয়েছেন তারা।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউনের পর বাস পথে নামানোর জন্য সরকার যেসকল প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন হয়নি।
ফলে বাস মালিকদের বহুল লোকসান হচ্ছে।
অবশ্য সরকারের তরফ থেকে সমস্ত দায় প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারির ওপর চাপানো হয়েছে।
সরকারের তরফ থেকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
More Stories
রূপান্তরিত হল এডিজি ও দমকল ডিজি
আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর পদযাত্রা
বৃষ্টির পূর্বাভাস বঙ্গে