
দীর্ঘ প্রতীক্ষার পর দেশে এসেছে করোনার ভ্যাকসিন।
মানুষ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে কোভিড আতঙ্ক কাটিয়ে।
তবে লকডাউন আনলক হলেও দৈনিক দেশের অনেক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
তাই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভার্চুয়ালি।
অন্যান্য বছর অন্যান্য বছরের মতো এইবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করে উদ্বোধন হবে না।
আগামি ৮ জানুয়ারি চলচ্চিত্র উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করবেন নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য বছরের সশরীরে উপস্থিত থাকতে পারলেও মহামারীর কারণে এ বছর তা সম্ভব হবে না।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অভিনেতা শাহরুখ খান।
এই উৎসব ২০২১ -এ হলেও তা ২০২০ নিরিখেই শতবর্ষ উদযাপন হচ্ছে।
১৯২০ সালের ২০ জানুয়ারি এই উৎসব শুরু হয়।
যা ২০২০ তে শতবর্ষে পা দিলো।
গত বছর করোনার ক্ষতিকারক প্রভাবের জন্য চলচ্চিত্র উৎসব হয়নি।
তা হবে ২০২১-এ।
More Stories
সিনেমা হলে রিলিজ করছে সাইনা
ধর্ষণের হুমকির প্রতিবাদে মুখ খুললেন আলিয়া কাশ্যপকে
অবনীন্দ্রনাথ ঠাকুরের কাজের সঙ্গে প্রদর্শিত হবে সলমনের আঁকা ছবি