January 26, 2021

বাইডেনের শপথ গ্রহন অনুষ্ঠানে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প

আমেরিকায় নিজের হার প্রথম থেকেই মেনে নিতে পারেননি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

ফলে বাইডেনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেও শেষ রক্ষা হয়নি।

আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন জো বাইডেন।

এইবার জো বাইডেনের শপথ গ্রহন অনুষ্ঠান থেকে  নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ট্যুইট করে স্পষ্ট করলেন তাঁর বক্তব্য।

তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে মাথা ব্যাথা নেই জো বাইডেনের।

তিনি জানান, ট্রাম্পের অনুপস্থিতিতেই হবে শপথ গ্রহন অনুষ্ঠান।

উল্লেখ্য, আগামি ২০ জানুয়ারি আমেরিকার নয়া রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন জো বাইডেন।

প্রথম থেকেই বাইডেনের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়া মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।

তবে সম্প্রতি জো বাইডেনের পার্টিতে ট্রাম্প সমর্থকদের হামলার পর তিনি শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরে মত প্রকাশ করেছেন।