
কার্জন গেটে রোড শো শেষ করে এইবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সেখানে মা সর্বমঙ্গলার পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেবেন জেপি নাড্ডা।
রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে নির্বাচন পূর্ব দামামা বাজিয়ে দিলেন জেপি নাড্ডা।
এরপর মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেড়িয়ে সাংবাদ সম্মেলনে অংশ নেবেন জগৎ প্রকাশ নাড্ডা।
তারপর দলীয় বৈঠক সেরে অণ্ডাল হয়ে ফিরবেন তিনি।
More Stories
পশ্চিমবঙ্গের করোনা আপডেট, রেকর্ড
বাংলার ঝুলিতে ৭ পদ্মশ্রী
ফের উত্তপ্ত নন্দিগ্রাম