
করোনার পাশাপাশি দেশ জুড়ে বাড়ছে বার্ডফ্লুর প্রকোপ।
এই পরিস্থিতিতে দেশবাসীকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশেষত পোল্ট্রিজাত ফার্ম গুলিকে এবং বিশালসংখ্যক পাখি রয়েছে এমন স্থানগুলিকে কড়া নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে।
এইবার সেইমত প্রস্তুতি শুরু করেছে কলকাতা চিড়িয়াখানা।
চিড়িয়াখানার অন্তর্গত পাখিরালয়ে রয়েছে হাজার হাজার পাখি।
ফলে সেখানে বার্ডফ্লু সংক্রমণের সুযোগ বেশি।
তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তারা বার্ডফ্লু সম্বন্ধিত কড়া সতর্কতা অবলম্বন করছে।
সমস্ত পাখির খাঁচায় কড়া নজরদারি চালাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার চিকিৎসক নিয়মিয়ত পরীক্ষা করে দেখছেন পাখিদের বর্জ্য।
এছাড়াও চিড়িয়াখানার তরফ থেকে জানানো হয়েছে, পাখিদের ওপর নজরদারির পাশাপাশি পাখিদের খাঁচায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।
ওষুধ স্প্রে করা হচ্ছে চিড়িয়াখানার অন্তর্গত পুকুর গুলিতেও।
করোনা পরিস্থিতিতে আনলক পর্যায়ে চিড়িয়াখানা খোলার পর থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
যার জেরে বেশকিছু নিয়ম মানতে হচ্ছে চিড়িয়াখানায় প্রবেশকারীদের।
এইবার বার্ডফ্লুর জেরে সেই সতর্কতা আরও বৃদ্ধি করা হয়েছে।
More Stories
নেতাজির জন্ম দিনে কলকাতায় মোদি-মমতা
নয়া সিদ্ধান্ত,লোকাল ট্রেনে রবীন্দ্র সঙ্গীত
পরিবহণ ব্যবস্থায় নয়া উদ্যোগ, এক পাসে ট্রাম-বাস-লঞ্চ