
আগামি ৫ দিন মেট্রোর কাজের জন্য বন্ধ থাকবে শিয়ালদহ ফ্লাইওভার।
আগামি শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল।
প্রথমে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়।
এরপর শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে।
সুড়ঙ্গ খোঁড়ার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই বিদ্যাপতি সেতুতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।
এর আগে যখন ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল তখনও বন্ধ রাখা হয়েছিল বিদ্যাপতি সেতু।
কিন্তু তখন করোনার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে।
রাস্তায় মানুষের ভিড় সেরকম ভাবে ছিল না।
তবে এইবার দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হচ্ছে শিয়ালদা ফ্লাইওভার।
More Stories
নেতাজির জন্ম দিনে কলকাতায় মোদি-মমতা
নয়া সিদ্ধান্ত,লোকাল ট্রেনে রবীন্দ্র সঙ্গীত
পরিবহণ ব্যবস্থায় নয়া উদ্যোগ, এক পাসে ট্রাম-বাস-লঞ্চ