
ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে বার্ডফ্লু আতঙ্ক।
কাতারে কাতারে হাঁস, মুরগি সহ মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ পাখির।
এইবার বার্ডফ্লু আতঙ্ক ছড়াল পশ্চিমবঙ্গেও।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক এলাকায় পড়ে থাকা মৃত হাঁস মুরগিকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সোমবার দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিস মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
যার জেরে বার্ডফ্লু আতঙ্ক ছড়িয়ে পরেছে গোটা এলাকায়।
তবে দুর্গাপুর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এখনই আতঙ্কের কিছু নেই।
বার্ডফ্লুর কারণেই ওই হাঁস, মুরগি গুলির মৃত্যু হয়েছে কিনা তা এখনও পর্যন্ত প্রমাণিত নয়।
তবে মৃত হাঁস মুরগির নমূনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বার্ডফ্লুর আশঙ্কা রয়েছে জেনেও প্রশাসনের তরফ থেকে গাফিলতি করা হয়েছে।
ফলে দীর্ঘ সময় যাব আশিস মার্কেট এলাকায় মৃত হাঁস, মুরগি গুলিকে ফেলে রাখার অভিযোগ উঠেছে প্রশাসনের দিকে।
More Stories
পশ্চিমবঙ্গের করোনা আপডেট, রেকর্ড
বাংলার ঝুলিতে ৭ পদ্মশ্রী
ফের উত্তপ্ত নন্দিগ্রাম