
আজ ১২ জানুয়ারি।
আজ আধুনিক ভারতের রূপকার তথা বিশ্ব বরেণ্য যুবনেতা স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে মানুষের বিবেক ও চেতনার প্রকাশ ঘটবে।
আজকের এই শুভ দিনে নতুন করে আত্মপ্রকাশ করছে ‘পরম্পরা’।
বরানগর রামকৃষ্ণ মিশনের সদস্যরা আজকের এই শুভ দিন টা সুন্দরভাবে পালন করার জন্য একজোট হয়েছেন সকলে।
স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়।
আজকের এই শুভ দিনের অনুষ্ঠানে ‘পরম্পরা’র ফেসবুক পেজ ও একটি ওয়েবসাইট আত্মপ্রকাশ করতে চলেছে।
উদ্বোধন করবেন স্বামী সারদাত্মনন্দজি মহারাজ।
আজ রাত ৮ টায় পুরো অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে ‘পরম্পরা’র ফেসবুক পেজ থেকে। ‘
পরম্পরা’র তরফ থেকে অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সকলের সহযোগিতা দিয়ে আত্মপ্রকাশ করবে ‘পরম্পরা’।
More Stories
নেতাজির জন্ম দিনে কলকাতায় মোদি-মমতা
নয়া সিদ্ধান্ত,লোকাল ট্রেনে রবীন্দ্র সঙ্গীত
পরিবহণ ব্যবস্থায় নয়া উদ্যোগ, এক পাসে ট্রাম-বাস-লঞ্চ