
ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবার সকালে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১২ জন।
বর্তমানে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬১,৩২১ জন।
পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের।
এইনিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯,৯৫৭ জনের।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৭,৫৩৮ জন।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৩৯ জন।
ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট করোনা মুক্ত হয়েছেন ৫,৪৩,৮২৬ জন।
তবে মঙ্গলবারই পশ্চিমবঙ্গে আসতে চলেছে করোনা ভ্যাকশিন কোভিশিল্ড।
পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে কোভিশিল্ড পৌঁছে দেওয়ার প্রকৃয়া শুরু হয়েছে।
বাংলার স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার দুপুরে কলকাতায় এসে পৌঁছাবে করোনা টিকা।
প্রথম দফায় বাংলায় আসছে ৬৮,৯০০ ভায়াল টিকা।
এই পরিমাণ টিকার দ্বারা প্রায় ৭ লক্ষ ডোজ তৈরি করা যাবে।
টিকার একাংশ যাবে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর্সে।
যেখান থেকে কলকাতা এবং জেলা মিলিয়ে ৯৪১ টি কেন্দ্রে পাঠানো হবে টিকা।
বাকি টিকা যাবে হেস্টিংসে কেন্দ্রের গভর্নমেন্ট মেডিক্যাল স্টোর্স ডিপোতে।
More Stories
পশ্চিমবঙ্গের করোনা আপডেট, রেকর্ড
বাংলার ঝুলিতে ৭ পদ্মশ্রী
ফের উত্তপ্ত নন্দিগ্রাম