
গঙ্গাসাগর স্নানের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট।
কথায় আছে,’ সব তীর্থ বার বার’ গঙ্গাসাগর একবার’।
তাই প্রত্যেক বছর লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী পূর্ণ অর্জন করতে গঙ্গাসাগরে স্নান করতে যান।
অনেক মানুষ জমায়েত হন একসাথে।
কিন্তু এই বছর পরিস্থিতি একটু অন্যরকম।
করোনা পরিস্থিতিতে অনেক মানুষ একসাথে জমায়েত হয়ে স্নান করা ঠিক হবে না।
এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন ধরে শুনানি চলার পর গঙ্গাসাগর স্নানে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
বাড়িতে বাড়িতে স্বল্পমূল্যে জল পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
ফলে গঙ্গাসাগরে আর জমায়েত হবে না।
বাড়িতে বসেই নদীর জল দিয়ে গঙ্গা স্নান।
হাইকোর্টের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন সকল পুণ্যার্থী।
কম খরচে স্নানের সামগ্রী পৌঁছে দেবে রাজ্য সরকার।
এমনটাই জানিয়েছে আদালত।
রাত পোহালেই হবে পূণ্য স্নান।
More Stories
প্রজাতন্ত্র দিবসেও ফের আগুনের কবলে কলকাতা
প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য খুলছে কলকাতা বিশ্ববিদ্যালয়
আপাতত স্থায়ী শীত