January 26, 2021

বড়সড় অস্ত্রপাচার রুখল কলকাতা পুলিশ

কলকাতায় অস্ত্র পাচার করতে গিয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে আটক ১ পাচারকারী।

ছদ্মবেশে আটক করা হয় ওই পাচারকারীকে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত পাচারকারীর নাম মহম্মদ আকিব।

বিহার থেকে কলকাতায় অস্ত্রপাচারের উদ্দেশ্যে এসেছিল সে।

এই বিষয়ে পূর্বেই খবর পায় পুলিশ।

পুলিশ জানতে পারে আসানসোল হয়ে বাসে করে কলকাতায় প্রবেশ করবে মহম্মদ আকিব।

সেইমত একই বাসে আসানসোল থেকে আকিবের ওপর ছদ্মবেশে নজর রাখে গোয়েন্দা দফতর।

পরে কলকাতায় বাস এসে পৌঁছালে আকিব কে আটক করা হয়।

আকিবের কাছ থেকে একটি ৮ এমএম পিস্তল, একটি রিভলভার, একটি ওয়ান শাটার গান ও ৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ছে।