January 26, 2021

করোনাকে পিছনে ফেলে পৌষ পার্বণে মাতলো রাঢ়বাংলা

করোনাকে পিছনে রেখে পৌষ সংক্রান্তির পূন্য লগ্নে উৎসবে মেতে উঠল রাঢ়বাংলা বাসি।

পৌষ সংক্রান্তিতে টুসু পরবে মেতে উঠলেন তারা।

মকর সংক্রান্তির পূন্য লগ্নে চলছে টুসু জাগরনের প্রস্তুতি।

বাঁকুড়া সহ শুশুনিডাঙ্গা এবং আরও অন্যান্য গ্রামে টুসু পরবের আনন্দে মেতে উঠেছেন সকলে।

এখন আধুনিকতার চাপে পড়ে টুসু উৎসব অনেক জায়গায় কমে গিয়েছে।

তবে এখনো অনেক জায়গায় টুসু পুজো লক্ষ্য করা যায়।

অনেক জায়গাতেই এই প্রাচীন প্রথা চলে আসছে।

বাড়ির মেয়েরা নিজেরাই গানের মাধ্যমে টুসুর আরাধনা করেন।

রাত পোহালেই ফুল-মালা, রঙিন কাগজ এবং আরও অনেক রকম জিনিস দিয়ে সাজিয়ে গুজিয়ে টুসু নিয়ে গ্রামের মেয়েরা হাজির হয় নদী বা পুকুর ঘাটে।

গান গাইতে গাইতে বিসর্জন দেওয়া হয় টুসুকে।

এইভাবেই চলে আসছে বছরের-পর-বছর মকর সংক্রান্তিতে টুসু উৎসব।