January 26, 2021

বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্থ মানিকতলা

ভর দুপুরে বিধ্বংসী আগুন শহর কলকাতায়।

মানিকতলায় তেলের গোডাউনে বিধ্বংসী আগুন।

দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা প্রথমে আগুন লেগেছে দেখতে পেয়ে দমকলে খবর দেয়।

ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১০ টি ইঞ্জিন।

যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ।

ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভানোর ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়।

বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়।

হাজির হন দমকল মন্ত্রী সুজিত বসু।

খবর পেয়ে পৌছায় পুলিশ বাহিনী।

গোডাউনের মধ্যে তেল থাকায় আগুন নেভানো অতটা সহজ হয় না।

সূত্রের খবর গোডাউনে কিছু ব্যাটারিও মজুদ করা ছিল।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী।

ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি।

তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

বিধ্বংসী অগ্নিকান্ডের কারনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার জেরে নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

তবে অনুমান করা হচ্ছে দুর্ঘটনার সময় গোডাউনের মধ্যে কেউ ছিলনা।