
মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে করোনা টিকা।
আগামি ১৬ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে টিকাকরণ।
তবে কোন রূপরেখায় রাজ্যে চলবে টিকাকরণ, সেই বিষয় নিয়ে সেই বিষয়ে আজ বুধবার স্বাস্থ্যভবনে বৈঠক করতে চলেছে রাজ্য সরকার।
আজ বিকেল ৪ টে থেকে শুরু হবে বৈঠক।
বৈঠকে থাকবেন রাজ্যের ১২ টি বেসরকারি হাসপাতালের সিও।
এই বৈঠকেই টিকারণের বিষয়ে সম্পূর্ণ রূপরেখা তৈরি করবে রাজ্য সরকার।
উল্লেখ্য, প্রথম দফায় বাংলায় এসেছে ৬৮,৯০০ ভায়াল টিকা।
এই পরিমাণ টিকার মাধ্যমে প্রায় ৭ লক্ষ ডোজ তৈরি করা যাবে।
টিকার একাংশ গিয়েছে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোর্সে।
যেখান থেকে কলকাতা এবং জেলা মিলিয়ে ৯৪১ টি কেন্দ্রে পাঠানো হবে টিকা।
বিমানবন্দর থেকে বাকি টিকা গিয়েছে হেস্টিংসে কেন্দ্রের গভর্নমেন্ট মেডিক্যাল স্টোর্স ডিপোতে।
তবে প্রথম দফায় রাজ্যের সকলে পাবেনা করোনা টিকা।
শুধুমাত্র প্রথম সারির করোনা যোদ্ধারাই পাবেন এই করোনা টিকা।
দ্বিতীয় দফায় পঞ্চাশ এর বেশি বয়স্ক জনগন ও পঞ্চাশের নিন্মে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এমন ব্যক্তিরা পাবে করোনা টিকা।
More Stories
পশ্চিমবঙ্গের করোনা আপডেট, রেকর্ড
বাংলার ঝুলিতে ৭ পদ্মশ্রী
ফের উত্তপ্ত নন্দিগ্রাম