
প্রাণ সংসারের আশঙ্কা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করলেন তিনি।
শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান শুভেন্দু অধিকারী যেসব জায়গায় দলীয় কর্মসূচি বা সভা-সমাবেশ করছেন সেখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকে না।
যে কোনো সময় যে কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে।
হাইকোর্টের কাছে নিরাপত্তার আবেদন করেছেন তিনি।
কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী।
তারপরই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।
নন্দীগ্রামের সভায় বাইরে থেকে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে।
এছাড়া সম্প্রতি তিনি জুট কমিশনের চেয়ারম্যান হয়েছেন।
যার ফলে যেকোনো সময় তার প্রাণ সংশয় এর আশঙ্কা রয়েছে।
আজ বুধবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
More Stories
অভিষেককে কড়া ভাষায় আক্রমন শুভেন্দুর
ফের উত্তপ্ত নন্দিগ্রাম
সোমবার হুগলীতে মমতা