January 26, 2021

আলির প্রেমে মগ্ন সোনালি, বিগ বস

ভারতীয় টেলিভিশন রিয়ালিট শো ‘বিগ বস’ পরিচিত বিগ বসের ঘরের সদস্যদের নিত্যনতুন সমীকরণের জন্য।

তবে এইবার ঘরে দেখা গেল এক নয়া সমীকরণ।

অসমবয়সী মিষ্টি ভালোলাগা-ভালোবাসার গল্প।

বিগ বস এর সদ্য মুক্তিপ্রাপ্ত পর্বে ঘরের সদস্য আলি গোনির প্রেমে মগ্ন হতে দেখা গিয়েছে ঘরের আরও এক সদস্য সোনালি ফোগাতকে।

যদিও আলি গোনির থেকে বয়েসে অনেকটাই বড় সোনালি ফোগাত।

তবে ভালোবাসা যে বয়স মানে না তা ন্যাশেনাল টেলিভিশনের সামনে নিজেই স্বীকার করেছেন সোনালি ফোগাত।

তাঁর কথায়, “মনের মধ্যে অনুভূতি থাকলে তাতে কিছু করা যায়না”।

ঘটনার সূত্রপাত হয় ঘরের পাঁচ সদস্য আলি, আরশি, এজাজ, রাহুল ও সোনালির কথপকথনের মধ্য দিয়ে।

যাখানে দেখা যায় আরশি সোনালিকে আলির চোখের দিকে ১ মিনিটের জন্য তাকাতে বললে সোনালি তাতে লজ্জা পান এবং চোখের দিকে তাকাতে অস্বীকার করে দেন।

পরবর্তীতে রাতে আরশি সোনালিকে জিজ্ঞেস করে সেকি এজাজকে ভালোবেসে ফেলেছে তার জবাবে না উত্তর দেয় সোনালি।

তারপর আরশি সোনালিকে জিজ্ঞেস করে তবে কি সে আলিকে ভালোবেসে ফেলেছে তাতে সোনালি এক মুহূর্তের জন্য লজ্জা পেয়ে যান এবং আরশিকে মনের কথা জানান।

তিনি বলেন, “কুছ কেহে নেহি সাকতে”।

এবং সঙ্গে সঙ্গেই তিনি আলির প্রতি তাঁর অনুভূতির কথায় হ্যা জানান আরশিকে।

এছাড়াও পরবর্তীতে এজাজের সামনেও আলির প্রতি তাঁর অনুভূতির কথা স্বীকার করেন সোনালি।

পরবর্তীতে আলি ও সোনালিকে একসঙ্গে ক্যাপেল ডান্সও করতে দেখা যায়।

উল্লেখ্য, সোনালি ফোগাত অতীতে অভিনেত্রী হিসাবে পরিচিতি লাভ করলেও বর্তমানে হরিয়ানার একজন জননেত্রী হিসাবে পরিচিত।

তিনি বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে প্রবেশ করেন।

প্রবেশের পর থেকেই তাঁর শান্ত অথচ দৃঢ় প্রতিবাদ মূলক মনভাব জনগনের কাছে বেশ ভালো প্রতিকৃয়া সৃষ্টি করে।

তারওপর আবার বর্তমানে তাঁর নির্ভীক ভালোবাসার স্বীকারোক্তি বিগ বসে দর্শকদের মনে তাঁর জায়গা আরও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে মত অনেকেরই।